Print Date & Time : 15 September 2025 Monday 6:17 pm

পাটগ্রামে সন্ধ্যা রাতে অধ্যক্ষকে গলা কেটে হত্যা

প্রতিনিধি, লালনিরহাট : লালমনিরহাটের পাটগ্রামে মহিলা কলেজের সাবেক অধ্যক্ষক এম ওয়াজেদ আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাত প্রায় ১০টার দিকে ফাতেমা প্রি ক্যাডেট স্কুলের গলীর মধ্যে দুর্বৃত্তরা মাথা ও গলায় ছুরিকাঘাতে হত্যা করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা কিসের জন্য হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী(৬৮) লালমনিহাট-আসনের সাবেক এমপি আবেদ আলীর ছোট ভাই।পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ,মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন। স্থানীয় জনগনের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা যায়।

হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি এএসপি ফরহাদ ইমরুল কায়েস ঘটনাস্থলে যান। পরিদর্শন শেষে থানা পুলিশকে দিকনির্দেশনা দেন। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।