Print Date & Time : 6 July 2025 Sunday 1:59 pm

পাটুরিয়ায় ফেরি ও লঞ্চের সংঘর্ষে ৬ যাত্রী আহত

শেয়ার বিজ ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রীবাহী লঞ্চের সাথে ফেরির সংঘর্ষে ৬ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, , রাতে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় রেজোয়ান নামের একটি লঞ্চের সাথে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামের একটি ফেরির সংঘর্ষ হয়।

এতে এক যাত্রী পানিতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা তাকে জীবিত উদ্ধার করে।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন , ফেরি ও লঞ্চের সংর্ঘষে পানিতে পড়ে যাওয়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় লঞ্চের আরো পাঁচ যাত্রী আহত হয়।

তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাদেরকে ফেরিতে করে নদী পার করে দেওয়া হবে। এ ঘটনায় লঞ্চটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।