বিশ্ব মা দিবস উপলক্ষে ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এসেছিল একটি বিশেষ ক্যাম্পেইন ‘পাঠাও ডায়মন্ড ফর মা’। ক্যাম্পেইনটি শুরু হয়েছিল ৮ থেকে ১৪ মে, যার লক্ষ্য ছিল মায়ের সঙ্গে ভালোবাসার বন্ধনের সম্পর্কটি সবার সঙ্গে শেয়ার করা। পাঠাওয়ের এই ক্যাম্পেইনে ডায়মন্ডের নোজ পিন পেয়েছেন ১০ জন মা। গত বুধবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ১০ জন বিজয়ীর মায়ের জন্য ডায়মন্ড নোজ পিন হাতে তুলে দেয়। ক্যাম্পেইনের বিজয়ীরা ছিলেন আক্তার শাহানা, দিলশাদ এশা, ইসরাত জাহান, মো. ফারহান আবির, জুবায়ের আহমেদ খান, নিশা খান, মালিহা আহমেদ, আবির খান, অভ্র দীপ এবং শেখ আবির আহমেদ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 6 July 2025 Sunday 9:21 pm
‘পাঠাও ডায়মন্ড ফর মা’ ক্যাম্পেইনে নোস পিন জিতলেন ১০ মা
করপোরেট কর্নার ♦ প্রকাশ: