Print Date & Time : 27 August 2025 Wednesday 12:15 am

পাঠ্যবইয়ের অংশ হিসেবে পরিষ্কার পরিছন্নতা করেছেন শিক্ষার্থীরা

প্রতিনিধি, হিলি : প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করুন করার লক্ষেই হিলিতে পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৪ আগস্ট) বেলা ১২ টার সময় ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজ থেকে একটি র‍্যালি বের হয় প্রথমে হিলি রেলস্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করেন। পরে সেখান থেকে সিপি ও উপজেলা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের পাঠ্য বইয়ের অংশ হিসেবে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়েছে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা একটি ঈমানের অঙ্গ তাই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি। আমরা সবাইকে বলতে চাই কেউ অবহেলা না করে সবাই নিজ নিজ স্থান থেকে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। এতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং দেশ ও পরিষ্কার থাকবে। এখানে এসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি।

আরেকজন শিক্ষার্থী বলেন, আজকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করার একটাই কারণ হচ্ছে দেশটাকে সুন্দর করা। আজকে আমরা এলাকার ময়লা আর্বজনা পরিষ্কার করেছি।ভবিষ্যতে দেশের ময়লা আর্বজনা অর্থাৎ দেশের যে দুর্নীতি, জুলুন, অন্যায় অত্যাচার, সেগুলো পরিস্কার করবো।

কয়েকজন শিক্ষক বলেন,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করুন করার লক্ষেই আজকে মুলত এই কার্যক্রম। তাদের হাতে কলমে শিক্ষার জন্য আজকে এখানে তাদের নিয়ে আসা।যাতে তারা নিজ নিজ অবস্থান থেকে নিজের কাজ নিজে করতে পারে এবং পরিস্কার পরিছন্নতা রাখতে পারে। সেই সাথে এলাকা ও দেশের ময়লা আর্বজনা ও দুর্নীতি অন্যায় জুলুম অত্যাচার রাহাজানি এসব কিছু দেশ থেকে পরিষ্কার করতে পারেন সেই লক্ষ্যে আজকে তাদের কার্যক্রম।