Print Date & Time : 9 September 2025 Tuesday 8:11 pm

পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে সেটা বাদ দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘বিষয়টি আমার নয়, তারপরও বলছি এরই মধ্যে আমাদের যে মিটিং হয়েছে, সেখানে দুটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কাজ করার পর যেখানে সংযোজন-বিয়োজন যা কিছু করা দরকার, সেটা করার মতো সুযোগ রয়েছে। এর প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।’

গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। হজযাত্রীদের ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার জন হজ পালন করবেন। ডলারের সংকট রয়েছে। এত মানুষের হজ পালনের জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ ডলার রয়েছে কি না জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি অন্তত বাংলাদেশে এখনও হয়নি। অনেক রাষ্ট্রÑনাম ধরে বলতে চাই না, তাদের এরই মধ্যে ডলার সংকট শুরু হয়ে গেছে। বাংলাদেশ এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থার মধ্যে আছে।

তিনি বলেন, হজযাত্রীদের বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ, সচেতন এবং হজযাত্রীরা আল্লাহর মেহমান হিসেবে যাবেন, তাদের যেন কোনো সংকটে না পড়তে হয়, সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ফরিদুল হক খান বলেন, আন্তঃধর্মীয় সংলাপে যেসব জেলা ভালো করেছে, তাদের আমরা অভিনন্দন জানিয়েছি। অন্যরাও যেন ওই জেলাগুলোর মতো আগামী দিনে ভালো করতে পারে, সে বিষয়ে বলেছি।