Print Date & Time : 15 September 2025 Monday 2:05 pm

পাথরঘাটায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাছনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকায়। ওই এলাকার মৃত আ. রশিদ হাওলাদের ছেলে আ. ছত্তার হাওলাদার তার প্রতিবেশী মৃত নাদের আলী মৃধার ছেলে মো. ইছাহাক মৃধার বিরুদ্ধে এ অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আ. ছত্তার হাওলাদার।

তিনি লিখিত অভিযোগে বলেন, আমাদের কবলাকৃত ও রেকর্ডীয় জমি আমরা প্রায় ৪০ বছর ধরে ভোগদখল করে আসতেছি। প্রতিবেশী মো. ইছাহাক মৃধা আমাদের জমি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করছেন। আমরা এ নিয়ে পাথরঘাটা সহকারী জজ আদালত, বরগুনায় মামলা দায়ের করি। আদালত বলেছেন, যার দখলে যে জমি আছে ভোগ দখল করতে। কিন্তু জমি ভোগ দখল করতে বাধা দিচ্ছেন। আদালতের নির্দেশনা অমান্য করে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের জমি দখলের চেষ্টা করেন। আমাদের মারধর ও হুমকি দিয়ে আসছেন। ইছাহাক ও তার ক্যাডার বাহিনী আমাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে খুন জখমের হুমকি দেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয় অভিযুক্ত ইছাহাক হাওলাদার বলেন, ওই জমি আমার বাবা-দাদার রেকর্ডীয় জমি। এ জমি নিয়ে আমার প্রতিবেশী ছত্তার হাওলাদার জোর করে ভোগ দখল করেন। আবার তিনি একটি আদালত মামলাও করেছেন। মামলায় আদালত ওই জমিতে চাষাবাদ করতে দুই পক্ষকে নিষেধ করেছেন। তিনি আদালতের নির্দেশনা অমান্য করে চাষাবাদ করার চেষ্টা করছেন।