Print Date & Time : 11 September 2025 Thursday 11:47 am

পাবনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

প্রতিনিধি, পাবনা: প্রতি বছরের ন্যায় এ বছরও পাবনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার পাবনা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মদ আফরোজা আক্তার। এ সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক আখলাকুজ্জামানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিএমইটির উপপরিচালক মোছা. সিলভী, জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন, পাবনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।