Print Date & Time : 30 July 2025 Wednesday 10:19 am

পাবনায় উন্নয়ন মেলা উদ্যাপন

প্রতিনিধি, পাবনা: বাংলাদেশের এক অনন্য অর্জন-স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের উল্লাসে দেশব্যাপী উদযাপনের অংশ হিসেব গত শনিবার পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

উন্নয়ন মেলা কেন্দ্র করে সকাল ১০টায় পাবনা পুলিশ লাইন প্রাঙ্গণ থেকে সর্বস্তরের সরকারি অধিদপ্তরের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপরে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উন্নয়ন মেলা উদযাপনকে কেন্দ্র করে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পাবনা জেলা প্রশাসকের স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, পাবনার পুলিশ সুপার মোহিবুল ইসলাম খান বিপিএম, জেলা পরিষদের চিফ কাজি আতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শাহেদ পারভেজ প্রমুখ।

উন্নয়নমূলক আলোচনা সভায় উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আক্তার।