Print Date & Time : 7 July 2025 Monday 3:12 am

পাবনায় ভোক্তা অধিকার দিবস পালিত

প্রতিনিধি, পাবনা: গতকাল ‘বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২১’ পালিত হয়েছে পাবনায়। সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’।

পাবনা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য ট্রাক-শো ও আলোচনা সভার আয়োজন করে। ট্রাক-শোয়ের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেছুর রহমান।

ট্রাক-শোটি সারাদিন প্রচারসামগ্রী (লিফলেট ও প্যাম্ফলেট) বিতরণসহ দিবসটির থিম সং ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনবিষয়ক জারি গান প্রচার করে। এজন্য শহরের প্রধান সড়ক ও বাজারে অবস্থান করে।

এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ব্যক্তিরা দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনায় অংশ নেন। এছাড়া জেলা তথ্য অফিসের সহযোগিতায় পাবনার সব হাটবাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, জনসমাগম ঘটে এমন স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করে।