পাবনায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রতিনিধি, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অপরাধে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ওয়াশিম মুন্সি (৩৯), গোবিন্দপুর গ্রামের মো. মোস্তফা (৪২), শাহাদুল হোসেন (৩৯) ও মিরাজুল ইসলাম (৪৩)। তাদের মধ্যে রায় ঘোষণার সময় ওয়াশিম ও শাহাদুল আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ওই মামলার ১৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৯ অক্টোবর রফিকুল ইসলাম পাশের সুন্দরকান্দি গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ওই দিন রাতেই পূর্বশত্রুতার জেরে আসামিরা তাকে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার পর ধানক্ষেতে মৃতদেহ ফেলে রাখেন। পরদিন সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় ২৬ অক্টোবর সাঁথিয়া থানার উপপরিদর্শক আজিজুর রহমান বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।