পাবনায় শিশু পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পাবনা প্রতিনিধি: পাবনায় শেখ রাসেল শিশু পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার সাহার নেতৃত্বে মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, শেখ রাসেল শিশু পার্ক ইজারা নিয়ে ব্যবসা করতেন আবদুল কাদের জিলানী নামে এক ব্যবসায়ী। তিনি নির্ধারিত ইজারার টাকা পরিশোধ করেননি। উপরন্তু পার্ক সংলগ্ন স্থানে অবৈধভাবে গড়ে তুলেছিলেন বিভিন্ন স্থাপনা। অবৈধ স্থাপনা উচ্ছেদে তাকে নোটিস দেওয়া হলেও তা সরিয়ে নেননি। তাই মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।