Print Date & Time : 5 July 2025 Saturday 10:22 pm

পাবনায় সুচিত্রা সেনের জন্মদিন পালন

 

শেয়ার বিজ প্রতিনিধি, পাবনা : আলোচনা সভা, কেক কাটা, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে পাবনায় পালন করা হয় বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৮৬তম জন্মদিন। গতকাল বৃহস্পতিবার পাবনার হেমসাগর লেনে অবস্থিত সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত বাড়িতে জন্মদিন পালনের আয়োজন করে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন, সাংবাদিক আবদুল মতীন খান, সুচত্রিা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক প্রলয় চাকী প্রমুখ। পরে আনন্দঘন পরিবেশে কেক কেটে মহানায়িকার জন্মদিন পালন করা হয়। কেক কাটার পর সুচিত্রার বাড়িতে স্বল্প পরিসরে স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করেন অতিথিরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংগ্রহশালা ঘুরে দেখেন। প্রাথমিকভাবে এ সংগ্রহশালায় সুচিত্রা সেনের বিভিন্ন চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।