শেয়ার বিজ প্রতিনিধি, পাবনা: পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীল রাখার জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার সরকারি উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। চলতি মাসের ৬ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে ছোলা, সোয়াবিন তেল, চিনি, ডাল, খেজুরসহ বেশ কয়েকটি পণ্য সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রি শুরু করে। কিন্তু গত ১২ দিনেও পাবনাতে এ কার্যক্রম শুরু হয়নি। টিসিবির ডিলাররা জানিয়েছেন, বাজারমূল্যের চেয়ে টিসিবি পণ্যের দাম বেশি হওয়ায় লোকসানের আশঙ্কায় তারা টিসিবি পণ্য উত্তোলন করেননি।
পাবনা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তানভীর হাসান চৌধুরী জানান, চলতি বছর পাবনা জেলায় টিসিবির দুই ডিলার নিয়োগ করা হয়। তারা হলেন ঈশ্বরদী উপজেলার মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম ও একই উপজেলার মেসার্স ইসলামিক ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। নিয়ম অনুযায়ী টিসিবি পণ্য সংগ্রহের পর ট্রাকে ভ্রাম্যমাণ অবস্থায় পাবনা শহরের বিভিন্ন স্থানে তাদের পণ্য বিপণন করার কথা। কিন্তু গতকাল পর্যন্ত তারা টিসিবির মালামাল তোলেননি বলে তিনি (এনডিসি) জানতে পেরেছেন।
টিসিবির ডিলার ও ঈশ্বরদীর সুমন স্টোরের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম জানান, টিসিবির নিয়ম অনুযায়ী প্রতিদিন ডিলারপ্রতি ৪০০ কেজি চিনি, ৪০০ লিটার সোয়াবিন তেল, ৪০০ কেজি মসুর ডাল, ৪০০ কেজি ছোলা ও ৫০ কেজি করে খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ডিলারের তিন দিনের বরাদ্দ একসঙ্গে রাজশাহীস্থ টিসিবির বিভাগীয় অফিস থেকে সংগ্রহ করার কথা। কিন্তু চলতি বছর টিসিবির পণ্যের দাম বাজারমূল্যের চেয়ে বেশি হওয়ায় ডিলাররা মালামাল সংগ্রহ করেননি।
অপর ডিলার ইসলামিক ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জানান, বাজারে যেখানে ছোলা ৫৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেখানে টিসিবি এবার কেজিপ্রতি ছোলার দাম নির্ধারণ করেছে ৭০ টাকা। একইভাবে ৫০ টাকা কেজির মসুর ডাল ৫৫ টাকা, ৫২ টাকা কেজির চিনি কেজিপ্রতি দর টিসিবি নির্ধারণ করেছে ৫৫ টাকা। সাধারণ ভোক্তারা বাজারদামের চেয়ে কিছুটা কম দাম আশা করেই টিসিবির পণ্য কেনেন। বাজারদরের চেয়ে বেশি দাম হওয়ায় ভোক্তারা টিসিবির পণ্য নিতে চাইবে না। ফলে তারা বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তিনি আরও বলেন, চলতি বছর টিসিবির পণ্য সংগ্রহ করার জন্য তারা ট্রাক ভাড়াসহ সব আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার পরও দাম বেশি হওয়ায় পণ্য সংগ্রহ করতে পারেননি।
সংশ্লিষ্ট বিষয়ে আলাপকালে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাফিউল ইসলাম জানান, টিসিবির ডিলারদের কার্যক্রম মনিটরিং করার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
