পাবনা জেনারেল হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট উদ্বোধন

 

পাবনা প্রতিনিধি: পাবনা জেনারেল হাসপাতালে চার শয্যাবিশিষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল শনিবার ইউনিটটি উদ্বোধন করেন।

এ সময় তিনি পাবনা মেডিক্যাল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক প্রমুখ।