সাইফুল আলম, চট্টগ্রাম: আশির দশকে দেশের প্রসাধনীর বাজারে পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আলোচিত ব্র্যান্ডে ছিল ম্যানোলা। এ ব্র্যান্ডের ক্রিম, পাউডার ও শ্যাম্পু দেশব্যাপী জনপ্রিয় ছিল। শহর ও গ্রামে কিংবা ছোট ও বড় সবার কাছে গ্রহণযোগ্য ছিল। প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণে ১৯৯৭ সালে পুঁিজবাজারে নিবন্ধিত হয়। কিন্তু বেশিদিন আর ব্যবসায় টিকে থাকতে পারেনি। বিদেশি প্রসাধনী কোম্পানির দাপটে ২০০০ সালের পর আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তখন এ প্রতিষ্ঠানে বিনিয়োগ করে লোকসানে পড়ে অনেক বিনিয়োগকারী। কিন্তু হঠাৎ করে কিছু বিনিয়োগকারী তৎপর হয় কাগুজে শেয়ার কেনায়।
জানা যায়, ১৯৭২ সালে চট্টগ্রামের কালুরঘাটে প্রসাধনীর বাজারের পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা শুরু হয়। ব্যবসায়ী জিয়াদ রহমান ও হারুন উর রশিদসহ অন্যদের নিয়ে যৌথ মালিকানায় কোম্পানির যাত্রা শুরু হয়। এরপর ১৯৭৪ সালে প্রাইভেট কোম্পানি হিসেবে পরিচালিত হয় ব্যবসা। এ প্রতিষ্ঠান ক্রিম, পাউডার, শ্যাম্পুসহ টয়লেট্রিজ পণ্য উৎপাদন করত। ব্র্যান্ডের নাম ছিল ম্যানোলা। এ ব্র্যান্ডটি দেশব্যাপী জনপ্রিয় ছিল। আর ১৯৯৭ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এরপর আস্তে আস্তে নানা জটিলতায় বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানের উৎপাদন ও কার্যক্রম। সেইসঙ্গে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি হয়ে পড়ে।
রূপালী ব্যাংক সূত্রে জানা যায়, ব্যবসায়ী জিয়াদ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে রূপালী ব্যাংক লিমিটেড আন্দরকিল্লা শাখা থেকে ব্যবসা পরিচালনার জন্য ১৯৮১ সালে ঋণ সুবিধা নেয়া হয়। একটা সময়ের পরে এ ঋণ আর শোধ করা হয়নি। খেলাপি ঋণের দায়ে রূপালী ব্যাংক চট্টগ্রাম অর্থঋণ আদালতে মামলা করে। বর্তমানে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জারি করা মামলার বিচারিক কার্যক্রম চলমান। এ মামলার অধীনে আদালত চলতি বছরের মার্চে নিলামে কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত কারখানার জমিসহ স্থাপনা বিক্রির উদ্যোগ নেয়। কিন্তু আগ্রহী ক্রেতা না থাকায় নিলামে বন্ধকি সম্পত্তি বিক্রি হয়নি।
অপরদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৯৯৭ সালের পুঁিজবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৩০ কোটি টাকা।
পরিশোধিত মূলধন ৯ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ছিল ২১ দশমিক ৩৮ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের ৪৬ দশমিক ৮৬ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগাকারীদের ৩১ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটির লেনদেন স্থগিত হওয়ার দিন সর্বোচ্চ ৮৬ টাকায় শেয়ার লেনদেন হয়। বাজারে পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট শেয়ারসংখ্যা ছিল ৯ লাখ ২০ হাজার শেয়ার। প্রতিটি শেয়ারের অবহিত মূল্য ছিল ১০০ টাকা।
সরেজমিনে গতকাল কালুরঘাট বিসিক শিল্পনগরের ডি-৯, ১০, ১১ ও ১২নং প্লটে গিয়ে দেখা যায়, পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচিতিমূলক কোনো নামফলক নেই। প্রতিষ্ঠানটির গেট বন্ধ। গেটের সামনে একজন লোক বসা ছিল। জানতে চাইলে তিনি বলেন, আমি পারফিউম কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোনো প্রতিষ্ঠান চিনি না। তাহলে আপনি এ গেটের সামনে কেন বসে আছেনÑউত্তরে তিনি বলেন, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পানি সরবরাহ করি। এখানে এমনি বসে আছি।
চট্টগ্রামের হালিশহরের এক ব্যক্তি খাতের বিনিয়োগকারী বলেন, আমি পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাগুজে শেয়ার যার কাছে যা পাচ্ছি, তা কিনে নিচ্ছি। সর্বশেষ ২০০ টাকায় অনেক শেয়ার কিনেছি। কিন্তু কেন? এর উত্তর দেননি তিনি।
মোহাম্মদ দেলোয়ার নামের এক বিনিয়োগকারী বলেন, ব্যবসায়ী জিয়াদ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান পারফিউম কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বাধীনতার পর থেকে এ দেশে ব্যবসা শুরু করে। তাদের ম্যানোলা ব্র্যান্ডের কিম, পাউডার ও শ্যাম্পু ছিল। খুব ভালো মানের প্রসাধনী ছিল। কিন্তু ২০০০ সালের পর ব্যবসা বন্ধ হয়ে যায়। এরপর তাদের খোঁজ-খবর নেই। এ কোম্পানিতে অনেকজনের বিনিয়োগ আটকে আছে। কমিশনও উদ্যোগী হয়ে কোনো কিছু করছে না। শুনেছি কালুঘাটে বিসিক ভবন ছাড়া কিছু নেই।
অপরদিকে আইসিবি ক্যাপিটালের একজন কর্মকর্তা শেয়ার বিজকে বলেন, কয়েক মাস আগে পুঁজিবাজারের বিতর্কিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ৭৬ টাকা দরে সব কাগুজে শেয়ার কিনে নিয়েছেন, তার কারণ কী জানি না। আর কিছু ব্যক্তি বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর কাগজি শেয়ার যা পাচ্ছে তা কিনে নিয়ে যাচ্ছে। এতে কাগুজে শেয়ার কেনা নিয়ে ভালো আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু বন্ধ কোম্পানিগুলো কি আবার উৎপাদনে ফিরবে?
এ বিষয়ে বিসিক শিল্পনগরী কালুরঘাট অফিসের শিল্পনগরী কর্মকর্তা মো. ছানা উল্লাহ শেয়ার বিজকে বলেন, এ শিল্প অঞ্চলের মোট ৩৩টি প্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে পারফিউম কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডও একটি। দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানটি বন্ধ। তাদের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই। ফলে বিস্তারিত তথ্য এ মুহূর্তে বলা সম্ভব নয়।
এ বিষয়ে জানার জন্য পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সংযোগ রিসিভ করেনি। এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান শেয়ার বিজকে বলেন, ওভার দ্য কাউন্টার মার্কেটের তালিকাভুক্ত পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিষয়ে কোনো হালনাগাদ তথ্য আমার কাছে নেই। এ বিষয়ে যদি কমিশন কোনো তথ্য বা পরিদর্শন করতে বলে, তখন আমরা পরিদর্শন বা তথ্য সংগ্রহ করে দিয়। এ বিষয়ে বলার মতো কোনো তথ্য নেই।