Print Date & Time : 7 July 2025 Monday 9:11 pm

পারভেজের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌর শহরের ফকিরপাড়ার বাসিন্দা মো. পারভেজ হোসেন (৩৪)। ডান পায়ের গোড়ালিতে সারকোমা ক্যানসারে আক্রান্ত। খুবই জরুরি ভিত্তিতে তার ক্যানসারের জন্য উন্নত চিকিসার জন্য দেশের বাইরে নিতে পরমর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

পারভেজ প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সমীরণ কুণ্ডুর কাছে চিকিৎসা করিয়েছেন। সেখানে চিকিৎসা শেষে পায়ের গোড়ালির সমস্যা বৃদ্ধি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মো. সফিকুল আলমের তত্ত্বাবধানে আরও বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করান। বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখাতে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে আর্থিকভাবে সর্বস্বান্ত হয়েছে তার পরিবার।

পারভেজ হোসেন পৌর শহরের কালিবাড়ী বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ী। তার নাবালিকা দুটি কন্যাসন্তান আছে। পায়ের সমস্যার পর থেকে তিনি আর ব্যবসা পরিচালনা করতে পারছেন না।

পারভেজ হোসেনের সঙ্গে যোগাযোগ করতে এবং আর্থিক সহযোগিতা পাঠাতে বিকাশ নম্বর: ০১৭২৪-৯১২৯২৪ এবং ডাচ্-বাংলা ব্যাংক লি., ঠাকুরগাঁও শাখার পারভেজের মায়ের হিসাব নং-২৬৩১৫৮০০৬৬৭৩৭ (মোছা: সোভা)-এর মাধ্যমেও আর্থিক সহযোগিতা পাঠানো যাবে।