শেয়ার বিজ ডেস্ক: আগামী ২৪ ফেব্রুয়ারি এক বছরপূর্তি হচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার দেয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউ স্টার্ট (পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ) চুক্তিতে রাশিয়া তাদের অংশগ্রহণ স্থগিত করছে। দুই পক্ষের কৌশলগত পারমাণবিক অস্ত্রাগার সীমিত রাখতে করা হয়েছিল এ চুক্তি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ কেবল এ চুক্তিটিই কার্যকর ছিল। এর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতের ঘোষণা দুর্ভাগ্যজনক’। খবর রয়টার্স।
ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হতে আর মাত্র দুই দিন বাকি। তার আগে মঙ্গলবার রুশ পার্লামেন্টে বার্ষিক ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সেখানেই বক্তৃতা শেষে আইনপ্রণেতাদের তিনি বলেন, ‘আমি আজ এ ঘোষণা দিতে বাধ্য হচ্ছি, রাশিয়া স্ট্র্যাটেজিক অফেনসিভ আর্মস ট্রিটিতে অংশগ্রহণ স্থগিত করছে।’
যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়ারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া দরকার উল্লেখ করে পুতিন বলেন, প্রয়োজন পড়লে রুশ আনবিক সংস্থা রোসাটমকেও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য দেশের প্রস্তুতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘অবশ্যই, আমরাই প্রথমে এমন পরীক্ষা চালাব না। কিন্তু যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা চালায় তাহলে আমরাও চালাব। কাউকেই এ বিপজ্জনক বিভ্রমের মধ্যে থাকতে হবে না যে, বৈশ্বিক কৌশলগত সমতা ধ্বংস হতে পারে।’
চুক্তি স্থগিতের ঘোষণা দুর্ভাগ্যজনক: পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তি স্থগিতের যে সিদ্ধান্ত রাশিয়া ঘোষণা করেছে তা খুবই দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে তিনি বলেন, চুক্তির বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক ওয়াশিংটন। রাশিয়া আসলেই কী করে তা যুক্তরাষ্ট্র সতর্কতার সঙ্গে লক্ষ্য করবে বলেও জানান তিনি। গ্রিসের রাজধানী এথেন্সে সাংবাদিকদের ব্লিংকেন বলেন, বিশ্বে যা-ই চলুক না কেন এবং আমাদের দুই দেশের সম্পর্ক যে পর্যায়েই থাকুক না কেন, কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত করা নিয়ে আমরা রাশিয়ার সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত আছি।