সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কেয়ার বাংলদেশের যাত্রা প্রকল্পের আয়োজনে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির লক্ষে স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহায়তায় পারস্পরিক শিখন কর্মসূচির (এইচএলপি) আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বক্তৃতা করেন সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন। কর্মশালা সঞ্চালনা করেন কেয়ার বাংলদেশের যাত্রা প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর আরশাদ সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন প্রকল্পের ব্যবস্থাপক গোলাম রব্বানী, পারস্পরিক শিখন কর্মসূচির সমন্বয়কারী সেলিম হোসেন ভূঁইয়া।