Print Date & Time : 7 September 2025 Sunday 12:04 am

পাল্টাপাল্টি সমাবেশের দিকে হাঁটছে যুবদল ও যুবলীগ

নিজস্ব প্রতিবেদক: দিন দিন রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশের সঙ্গে দিন-তারিখ মিল রেখে শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির সঙ্গে দিন-তারিখ মিল রেখে বিভাগীয় শান্তি সমাবেশ ঘোষণা করেছে যুবলীগ। যদিও এর আগে গত শুক্রবার ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ সেøাগানে মাঠে নামবে বলে জানিয়েছে বিএনপির তিন সংগঠন- ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। 

এদিকে একই দিনে শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। গতকাল রোববার আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়।

যুবলীগের কর্মসূচি: আগামী ৮ ও ৯ জুন চট্টগ্রাম বিভাগের সব জেলার উপজেলা-থানায় ১০ থেকে ১২ জুন চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। ১০ থেকে ১২ জুন চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ করবে যুবলীগ।

আগামী ১৫ ও ১৬ জুন রাজশাহী বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ১৭ জুন রাজশাহী বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ১৭ জুন রাজশাহী বিভাগীয় শান্তি সমাবেশ।

আগামী ৫ ও ৬ জুলাই খুলনা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ৭ জুলাই খুলনা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ৭ জুলাই খুলনা বিভাগীয় শান্তি সমাবেশ। ১৩ ও ১৪ জুলাই বরিশাল বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ১৫ জুলাই বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ১৫ জুলাই বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ। ২০ ও ২১ জুলাই সিলেট বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ২২ জুলাই সিলেট বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ২২ জুলাই সিলেট বিভাগীয় শান্তি সমাবেশ। ২৭ ও ২৮ জুলাই ঢাকা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ২৯ জুলাই ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ২৯ জুলাই ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ।

এর আগে গত শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জানান, দেশের ছয়টি স্থানে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ সেøাগানে সমন্বিত তরুণ সমাবেশ করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমরা দেশের ছয়টি স্থানে তরুণদের নিয়ে সমাবেশ করব। প্রায় চার কোটির বেশি তরুণ গত ১৫ বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকে আওয়ামী লীগ না করলে কারও চাকরি হচ্ছে না। এসব কারণেই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে দেশকে বাঁচাতে, দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের নিয়ে আসার আহ্বান জানাব।’

যুবদল সভাপতি বলেন, বিশেষ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তরুণদের উদ্বুদ্ধ করা হবে। কেননা দেশে আইনের শাসন নেই; মানবাধিকার নেই। অনেকেই দুবেলা পেটপুরে খেতে পারে না। বর্তমান আওয়ামী লীগ সরকারের অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজš§কে সচেতন করে তোলাই হলো তরুণ সমাবেশের মূল লক্ষ্য।

টুকু আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব সমাবেশের আয়োজন করা হবে। এর মধ্যে ১০ বা ১১ জুন চট্টগ্রাম থেকে এ কর্মসূচি শুরু হবে। ১৭ জুন রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বিত সমাবেশ হবে বগুড়ায়, আগামী ৭ জুলাই খুলনা বিভাগ, ১৫ জুলাই বরিশাল ও ২২ জুলাই সিলেট বিভাগে হবে তরুণ সমাবেশ। সর্বশেষ ২৯ জুলাই ঢাকায় হবে তরুণ সমাবেশ।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমরা তরুণ প্রজšে§র কাছে নির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরব। রাজপথে থেকেই আমাদের অধিকার আদায় করব।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিনা শর্তে বাংলাদেশে প্রত্যাবর্তনের দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।