Print Date & Time : 5 July 2025 Saturday 2:36 am

‘পাহাড়ের ৬৪ শতাংশ মানুষ বনের ওপর নির্ভরশীল’

নিজস্ব প্রতিবেদক: পাহাড়ের ৬৪ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে বনের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নিখিল চাকমা। তিনি বলেছেন, ‘বন হচ্ছে খাদ্যের একটি উৎস। বন থেকে মানুষ খাদ্য ও প্রয়োজনীয় উপাদান পায়।’ গতকাল সোমবার বেলা ১১টায় আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে রাঙামাটির ডিসির কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বন-বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন’ এ প্রতিপাদ্যে জেলায় আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।

নিখিল চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে যদি বন না থাকে, তাহলে স্থানীয়রা ঠিকমতো খাদ্য পাবে না, নিউট্রেশন পাবে না। পার্বত্য চট্টগ্রামের বন আয়ের উৎসও। এখানে অনেকেই ট্র্যাডিশনাল ওষুধের ওপর নির্ভরশীল। এখানে বন না থাকলে এসব ওষুধ পাওয়া যেত না। ঝিরি-ঝরনা থেকে পানি পাবে না।’ আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এতে বক্তব্য দেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, কাপ্তাই পাল্প উড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা, জেলা স্কাউটের কমিশনার নুরুল আবছার। এতে স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. নিখিল চাকমা।