Print Date & Time : 30 August 2025 Saturday 10:40 am

পাহাড়ি ঝিরিতে কীটনাশক ছিটানোর প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের লামায় পাহাড়ি ঝিরিতে কীটনাশক ছিটানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বান্দরবান জেলার তরুণ সমাজের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাহাড়ের ত্রিপুরা, মারমা, তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের শিক্ষার্থীরা অংশ নেয়।

ছাত্রসমাজের প্রতিনিধি অংচিংউ মারমার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্রসংগঠনের নেতা থোয়াই অং মারমা, উবাথোয়াই, বিটন তঞ্চঙ্গ্যা, সুরেজ ত্রিপুরা ও থোয়াই ক্যজাই চাক প্রমুখ।

মানবন্ধনে অংচিংউ মারমা বলেন, পাহাড়ে বসবাস করি। পাহাড়ি জনগোষ্ঠীর পানির একমাত্র উৎসস্থল হলো পাহাড়ি ঝিরি-ঝরনা। অথচ কিছু অসাধু ব্যবসায়ী রাবার বাগানের নামে ত্রিপুরাদের ভূমি জবরদখল করেছে। পাহাড়িদের তাড়ানোর জন্য পরিকল্পিতভাবে ঝিরিতে কীটনাশক ছিটিয়েছে। কারণ পানি ব্যবহার করতে না পারলে আমরা টিকে থাকতে পারব না। পাহাড়ি ঝিরিতে কীটনাশক ছিটানোর প্রতিবাদে আমাদের এই মানববন্ধন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এসব অসাধু রাবার কোম্পানিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার।