Print Date & Time : 7 July 2025 Monday 11:05 am

পিএসএলের শুরুটা ভালো হয়নি তামিমের

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে পেশোয়ার জালমির হয়ে শুরুটা ভালো হয়নি তামিম ইকবালের। গত পরশু মুলতান সুলতানসের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ১১ বলে ১১ রান করেন তিনি। প্রভাবটাও পড়েছে এ বাঁহাতির দলে। হেরেছে ৭ উইকেটে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫১ রান করে পেশোয়ার। জবাবে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুলতান সুলতানস।

শুরুটা ভালো হয়নি পেশোয়ারের। শূন্য রানে ফিরেন ওপেনার কামরান আকমল। কিছুক্ষণ পরই তামিম বিদায় নেন ১১ রানে। মোহাম্মদ ইরফানকে পরপর দুই বলে চার হাঁকানোর পর আরেকটি মারতে গিয়ে ফাইন লেগে জুনাইদের হাতে ধরা পড়েন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে মোহাম্মদ হাফিজ (৫২ বলে ৫৯) ড্যারেন স্যামিকে (১১ বলে ২৯) সঙ্গে নিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়েন।

মুলতান সুলতানসের হয়ে মোহাম্মদ ইরফান দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন সোহেল তানভীর, জুনাইদ খান, ইমরান তাহির ও হার্দাস ভিলজোয়েন। রান তাড়ায় শুরুটা সুলতানসেরও ভালো ছিল না। ওপেনার আহমেদ শেহজাদকে প্রথমেই হারায় তারা। তবে একপ্রান্ত আগলে কুমার সাঙ্গাকারা (৫৭) শোয়েব মাকসুদকে নিয়ে দারুণ খেলতে থাকেন। গড়ে দেন জয়ের ভিত। তার ওপর দাঁড়িয়ে কিরণ পোলার্ডকে (১৩ বলে ২১) নিয়ে বাকি কাজটা সহজেই সারেন শোয়েব মালিক (৩০ বলে ৪২*)।