Print Date & Time : 20 August 2025 Wednesday 2:37 pm

পিটার হাসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি দলটি।