Print Date & Time : 9 September 2025 Tuesday 9:41 am

পিতার ইটের আঘাতে প্রাণ গেলো পুত্রের

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রাধানগর এলাকায় জমির পাওনা টাকা চাওয়া নিয়ে পিতার ইটের আঘাতে ছেলে নিহত হয়েছে। আজ রোববার (১৮ জুন) সকাল ৭টায় গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ি বরিন্দা পাঁড়া গ্রামে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তি গোমাস্তাপুর রাধানগর ইউনিয়নের ফুলবাড়ি বরিন্দা পাঁড়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পিতা পুত্রের মধ্যে জমি ক্রয় করা বাবদ ৪৩ হাজার টাকা পাওনা কে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে পিতা পুত্রের উপর ক্ষিপ্ত হয়ে পুত্রের পেটের ডান পাশে ইট দ্বারা আঘাত করলে ঘটনাস্থলে পুত্র মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তিনি আরও জানান এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় গোমস্তাপুর থানার একটি মামলা দায়ের করা হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।