পিরোজপুরে এসবিএসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

পিরোজপুর সদরের হাসপাতাল সড়কের জাহানারা ম্যানশনে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপশাখা সম্প্রতি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম এ আউয়াল। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। এছাড়া ব্যাংকের ইভিপি মো. আব্দুল মান্নান, এসভিপি মোহাম্মদ শফিউল আজম, ভিপি সৈয়দ হাফিজ আহমেদ, উপশাখার তত্ত্বাবধায়ক শাখা ভাণ্ডারিয়ার ব্যবস্থাপক তানভীর আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি