পিরোজপুর জেলা প্রশাসনে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওয়াশিংটন ডিসি থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। পিরোজপুরের ডিসি মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আজম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, এডিসি চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক আব্দুল কাদের। বিজ্ঞপ্তি

Print Date & Time : 31 August 2025 Sunday 12:48 am
পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
করপোরেট কর্নার ♦ প্রকাশ: