পি কে কাণ্ডে রতন কুমারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: পি কে হালদার কাণ্ডে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের হিসাব বিবরণী নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল না করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এতে আনান কেমিক্যালের পরিচালক ও আরবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রতন কুমার বিশ্বাসকে আসামি করা হয়। এ নিয়ে পি কে কাণ্ডে এখন পর্যন্ত ৩৫টি মামলা করেছে দুদক।

গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও নির্দিষ্ট

ছকে সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে জমা দেননি। তিনি দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে রেকর্ডপত্রে প্রমাণিত হয়েছে।

অভিযোগে বলা হয়, আসামি তার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পাঁচ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ২৬৪ টাকার সম্পদ অর্জন করেন। ওইসব অবৈধ সম্পদ নিজ ভোগ দখলে রেখে তিনি দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।