Print Date & Time : 29 August 2025 Friday 10:39 pm

পি কে হালদারের ঘনিষ্ঠ রাশেদুলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) অন্যতম সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. রুহুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাশেদুল হকের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১১ সালের ৭ জুলাই সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করা হয়। যার পরিপ্রেক্ষিতে তার দাখিল করা সম্পদ বিবরণীতে কোনো স্থাবর সম্পদের তথ্য প্রদর্শন করেননি। তিনি সম্পদ বিবরণীতে শুধু ২ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ৬৪৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য প্রদর্শন করেছেন। সম্পদের মধ্যে শেয়ার ব্যবসায় বিনিয়োগ ৯২ লাখ ৯৯ হাজার ৬৯১ টাকা, ডিপিএস বিনিয়োগ ১০ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে।

অন্যদিকে, রাশেদুল হক ২০১২-১৩ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা করে অ্যালাউন্স, ডোনার্স, উৎসব ভাতা, আপ্যায়ন, মেইনটেনেন্স, প্রভিডেন্ড ফান্ড, সম্মানি ভাতা, অন্যান্য ভাতা ইত্যাদি উৎস বিবেচনা করলে মোট ৫ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ৩৮৩ টাকার সন্ধান পেয়েছেন দুদক কর্মকর্তা। যার মধ্যে ৫ কোটি ২২ লাখ ৬৯ হাজার ৩৫১ টাকার বৈধ উৎস পাওয়া গেলেও ৫৫ লাখ ২ হাজার টাকার সম্পদ অর্জনের কোনো উৎস পাওয়া যায়নি। যে কারণে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।