Print Date & Time : 13 September 2025 Saturday 5:47 pm

পীরগঞ্জে সোনাকুড়ি বিলে ৫০ বছর পর আবাদ হলো ধান

শামসুল আলম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোনাকুড়ি বিলের দীর্ঘ ৫০ বছর পর আবাদ হলো আমন ধান। এ বিলে আমন ফলাতে পেরে খুব খুশি স্থানীয় কৃষকরা।

জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে বৈরচুনা গ্রামের মোহনপুর মাঠে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ বিলের জলাবদ্ধতা নিরসন কাজে উদ্বোধন করা হয়।

জলাবদ্ধতার কারণে এই বিলের প্রায় এক হাজার একর জমির ফসল ফলানো অনিশ্চিত ছিল। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় মাটির নিচ দিয়ে পাইপ দিয়ে ভূ-গর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে এখন পানি নিষ্কাশনের মাধ্যমে চলতি বছর ফসল ফলানো সম্ভব হলো।

স্থানীয় কৃষক মো. আব্দুর রহিম, মো. রফিকুল ইসলাম, আব্দুস সামাদসহ অনেক কৃষক জানান, আমাদের সোনাকুড়ি বিলের জলাবদ্ধতার কারণে প্রায় ৫০ বছর ধরে আমরা আমন ও বোরো মৌসুমে আমাদের এক হাজার একর জমিতে ফসল ফলানো সম্ভব হয়নি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ভূ-গর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে পানি নিষ্কাশন করে চলতি বছর ফসল ফলানো সম্ভব হলো। এখন বিলে ফসল ফলানোর মাধ্যমে আমাদের নিজেদের ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারব। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই কাজের জন্য যারা শ্রম দিয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।

ঠাকুরগাঁও বিএমডিএ’র প্রকল্প পরিচালক রেজা মো. নুরে আলম জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৫ কিলোমিটার দূরত্বের ভূ-গর্ভস্থ পাইপলাইনের নির্মাণের ফলে ২০২৩ সালের জুন মাসে কাজটি শেষ হয়। এ বছরই প্রথম পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করে এ বিলে ফসল ফলানো সম্ভব হলো। এতে ওই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

বিএমডিএ ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ভূ-গর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে এখন পানি নিষ্কাশন করে ওই বিলে ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। এতে এ এলাকার কৃষকরা আর আমন ও বোরো মৌসুমে কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের এই জেলায় আরও কোথাও জলাবদ্ধতা থাকলে সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।