পীরগঞ্জ চক্ষু হাসপাতালে মাইক্রোবাস উপহার

প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে পীরগঞ্জের একমাত্র চক্ষু চিকিৎসাসেবা কেন্দ মোবারক আলী চক্ষু হাসপাতালে উপহার হিসেবে একটি মাইক্রোবাস প্রদান করেছে।

গতকাল সোমবার পূবালী ব্যাংক পীরগঞ্জ শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন পূবালী ব্যাংক পিএলসির রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আলতাফ হোসেন। চ

ক্ষু হাসপাতালের পক্ষে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি এবং সভাপতি, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ ও হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ইমদাদুর রহমান মাইক্রোবাসটি গ্রহণ করেন। এ উপলক্ষে ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি, মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ও সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও মোকলেসুর রহমান, চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক রেজাউল করিম রাজা, চক্ষু হাসপাতালের সহ-সভাপতি মো. শাহাজাহান, সদস্য মোকাদ্দেস হায়াত মিলন ও রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান নান্নু ও পূবালী ব্যাংক পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক পরেশ চন্দ রায় প্রমুখ।