নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে পুঁজিবাজারে যে পরিস্থিতি চলছে এর জন্য কেউ না কেউ দায়ী রয়েছে। এদের খুঁজে বের করতে হবে। গতকাল বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্তাব্যক্তিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনসহ কমিশনাররা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে একবার পুঁজিবাজারে পতন হয়, ২০১০ সালেও একই পরিস্থিতি দেখা গেছে। অর্থাৎ এর পেছনে কেউ না কেউ রয়েছে। তা না হলে বাজারে বারবার একই পরিস্থিতি হতে পারে না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি পুঁজিবাজার খারাপ অবস্থানে নেই।
তিনি বলেন, মিডিয়ায় লেখা হচ্ছে, পুঁজিবাজার শেষ হয়ে গেল। কোথায় সে রকম ঘটনা ঘটেছে? কোথায় পুঁজিবাজার তিন মাস ধরে পতনে রয়েছে? সূচক চার হাজার ৫০০ পয়েন্ট ছিল। সেখান থেকে পাঁচ হাজার ৯০০ পয়েন্টে গিয়েছিল। এখন পাঁচ হাজার ৩০০ পয়েন্টে নেমে এসেছে। এখানে সূচক পতনের কিছু নেই। পাঁচ হাজার ৯০০ থেকে পাঁচ হাজার ৩০০ যদি সূচক হয়, এখানে এমন কি হয়ে গেল। জাপানে সূচক ৩৯ হাজার থেকে সাত হাজার, আমেরিকায় ১৭ হাজার থেকে সাত হাজার ও ভারতে ২১ হাজার থেকে সাত হাজারে এসেছিল। পরে ভারতে সেই সূচক এখন ২২ হাজার, ২৩ হাজার উঠে গেছে। সব জায়গাতেই এমন হয়। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। তাই চিন্তিত হওয়ার কিছু নেই। বর্তমান পুঁজিবাজার সঠিক অবস্থানে রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পুঁজিবাজার অন্য দেশের মতো নয়। অন্য দেশে শিক্ষিত বিনিয়োগকারী বেশি। যারা বুঝেশুনে পুঁজিবাজারে আসে। কিন্তু আমাদের দেশে এই সংখ্যা খুবই কম। তারা অন্যের কথায় বা গুজবে বিনিয়োগ করেন। যে কারণে সূচকের সামান্য পতনেই তারা অস্থির হয়ে যায়। এটা ঠিক নয়।
অর্থমন্ত্রী আরও বলেন, একসময় পুঁজিবাজারে শেয়ারের মূল্য-আয় (পিই-রেশিও) অনুপাত ৮০-৯০ পর্যন্ত উঠেছিল। এখন সেটা ১৫-২০-এর ঘরে রয়েছে। এ থেকেই বোঝা যায় পুঁজিবাজার ভালো অবস্থানে রয়েছে। পিই কম থাকা বাজারের জন্য ভালো। এখন শেয়ারদর অতিমূল্যায়িত অবস্থায় নেই।
