পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ বৃহষ্পতিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।  সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিএসআরএম লিমিটেডের বোর্ড সভা বিকেল পাঁচ টায়, বিএসআরএম স্টিলের বিকেল চার টায় , দুলামিয়া কটনের বিকেল সাড়ে তিন টায় , মিরাকল ইন্ডাস্ট্রিজের বিকেল তিন টায় , বেক্সিমকোর বিকেল চারটায় , বেক্সিমকো ফার্মার বিকেল সাড়ে তিন টায় , বেক্সিমকো সিনথেটিকের বিকেল পাঁচটায় , শাইনপুকুর সিরামিকের বিকেল সাড়ে চারটায় , এসিআই লিমিটেডের বিকেল চারটায় , এসিআই ফরমুলেশনের বিকেল তিন টায় ,ন্যাশনাল টিউবসের বিকেল তিন টায় , এসপিসিএলের বিকেল চার টায় , বেঙ্গল উইন্ডসোরের বিকেল পাঁচ টায় , জিকিউ বলপেনের বিকেল চার টায় , আনলিমা ইয়ানের বিকেল সাড়ে তিন টায় , আল-হাজ্ব টেক্সটাইরের বিকেল সাড়ে চার টায় , ইউনিক হোটেরের বিকেল সাড়ে তিন টায়  , এপেক্স ট্যানারির বোর্ড সভা বিকেল তিন টায়  অনুষ্ঠিত হবে। এশিয়ার টাইগার সন্ধানী লাইফ ফান্ডের ট্রাস্ট্রি সভা দুপুর দুই টা ৩৫মিনিটে , এসিএমিএল লেকচার ইক্যুউটি ফান্ডের  সভা দুপুর দুই টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে।