পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে ইসলাম অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে জ্বালানি খাতের ইসলাম অক্সিজেন লিমিটেড। গত সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোড শো করেছে কোম্পানিটি। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) মাধ্যমে মোট ৯৩ কোটি টাকা উত্তোলন করতে চায়। এ টাকা দিয়ে কোম্পানিটি তাদের ব্যবসা সম্প্রসারণ, নতুন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপন, ক্যাপিটাল মেশিনারিজ আমদানিতে ব্যয় করবে।

গতকাল রোড শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান কোম্পানি সংশ্লিষ্টরা। এ রোড শোয়ে উপস্থিত ছিলেন ইসলাম অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, চেয়ারম্যান শহিদুল ইসলাম, ডিরেক্টর আজহারুল ইসলাম, ডিরেক্টর নাহিদ ইসলাম, কোম্পানির স্বতন্ত্র পরিচালকরা এবং অন্য কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্যু ম্যানেজারের প্রতিনিধি, রেজিস্ট্রার অব ইস্যুর প্রতিনিধি, আন্ডাররাইটারসহ মার্চেন্ট ব্যাংক, ফান্ড ম্যানেজার, বন্ড ম্যানেজার, ইন্সুযুরেন্স কোম্পানি, ডিএসই-সিএসই ট্রেকহোল্ডার, মিউচুয়াল ফান্ড, এনবিএফআই ও পাবলিক ইস্যু আইন-২০১৫ অনুসারের অন্য আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

জানা গেছে, ২০০৯ সালে প্রাইভেট কোম্পানি হিসেবে নিবন্ধন নেয়া ইসলাম অক্সিজেন ২০১৩ সালে ৭ ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে যাত্রা করে। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ২৩ জানুয়ারি ২০২১ পাবলিক লিমিটেড হিসেবে রূপান্তরিত হয়। আর সময়ের সঙ্গে বাড়তে থাকে প্রতিষ্ঠানটির শিল্প গ্রেডের অক্সিজেন, হিলিয়াম গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইটোজেন গ্যাস, আর্গন গ্যাস (মিশ্র গ্যাস), মেডিকেল গ্রেডের অক্সিজেন, কার্বন-ড্রাই অক্সাইড, ওয়েডিং গ্যাস এবং পরীক্ষাগারের গ্যাসের উৎপাদন ও বিপণন কার্যক্রম। বর্তমানে প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান। এছাড়া মেডিকেল যন্ত্রপাতি ও যন্ত্রাংশ সরবরাহকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও জানা গেছে, কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি। পরিশোধিত মূলধন ৯৬ কোটি টাকা। সর্বশেষ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪১ কোটি ৪৮ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২৬ কোটি ৩৩ লাখ। আর শেয়ার প্রতি আয় হয়েছে চার টাকা ৩৭ পয়সা, যা আগের অর্থবছরে ছিল দুই টাকা ৭৭ পয়সা।

উল্লেখ্য, আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টম্যান লিমিটেড এবং রেজিস্ট্রার টু দ্য ইস্যুারের দায়িত্বে রয়েছে সোনালি ইনভেস্টমেন্ট লিমিটেড।