পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আবেদন গ্লোবাল ইসলামী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আবেদন করেছে প্রবাসী উদ্যোক্তাদের নিয়ে গঠিত গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) ব্যাংকটি পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে ব্যাংকটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত বলেন, ‘ব্যাংকিং নীতিমালা মানতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। এ জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেও অনুমতি নিয়েছি। আশা করি, যাবতীয় প্রক্রিয়া শেষ করেই তালিকাভুক্ত হতে পারব।’

জানা গেছে, আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করতে চায় গ্লোবাল ইসলামী ব্যাংক। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস।

জানা গেছে, ২০১৩ সালে এনআরবি গ্লোবাল নামে পথচলা শুরু করে ব্যাংকটি। গত বছর পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর হয়ে নাম হয় গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকটিকে পুঁজিবাজার আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত-বেসরকারি মিলিয়ে ৬১টি ব্যাংকের কার্যক্রম রয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে ৩৩টি। সর্বশেষ চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক তালিকাভুক্ত হয়।