Print Date & Time : 5 July 2025 Saturday 2:18 am

পুঁজিবাজারে সূচকের উত্থানেও কমেছে লেনদেন

নুরুন্নাহার চৌধুরী কলি : পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকাল আগের কার্যদিবসের তুলনায় দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কিছুটা কমেছে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে। বিপরীতে সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে।

ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। একইসঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৯ পয়েন্টে অবস্থান করছে। তবে এই উত্থানের পরও সূচক গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। লেনদেনেও ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে।

ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ৩৯৮টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২২২টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৯৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৭৭টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২১৮টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ১৩০ কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ৫৩টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৩৫ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৮৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৭টি ফান্ড ও কোম্পানির দর দাম বেড়েছে। এর বিপরীতে ১৮টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৮টি ফান্ড ও কোম্পানির দর।

‘জেড’ ক্যাটেগরির ৯৭টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৫টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ২৮টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ২৪টি ফান্ড ও কোম্পানির দর।

একইসঙ্গে মিউচুয়াল ফান্ড খাতেও বেশিরভাগ ফান্ডের ইউনিটের দর বেড়েছে। লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে ১৭টি ফান্ডের ইউনিট দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৩টির। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৬টি ফান্ডের ইউনিট দর।

ডিএসইতে গতকাল মোট ১২ কোটি ৯০ লাখ ৩৯ হাজার ১২৩টি শেয়ার ও ইউনিট এক লাখ ২ হাজার ২০৪ বার হাতবদল হয়েছে। এর জের ধরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ২৪৭ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬৪ কোটি ৯৮ লাখ টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মোট ১৮০টি কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বেড়েছে। এর বিপরীতে ৭৮টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর কমেছে। দিনশেষে ২৭টি কোম্পানি ও ফান্ডের দর অপরিবর্তিত ছিল। সিএসইতে গতকাল মোট ৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; যা আগের কার্যদিবসে ছিল ১৮ কোটি ৫২ লাখ টাকা।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, গতকাল পুঁজিবাজারের এই ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। তবে গত পাঁচ বছরের সর্বনিম্ন অবস্থানে থাকা সূচক এবং লেনদেন কমে যাওয়া ইঙ্গিত দেয় যে বাজারে এখনও পুরোপুরি আস্থা ফিরেনি। বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলেও, অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। আগামী দিনগুলোয় বাজারের এই ধারা অব্যাহত থাকে কি না, সেটাই দেখার বিষয়।