Print Date & Time : 17 July 2025 Thursday 6:26 pm

পুঁজিবাজার ও ব্যাংকে লেনদেন বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক হলিডের কারণে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
গতকাল ছিল ৩০ জুন অর্থবছরের সর্বশেষ কার্যদিবস। নিয়ম অনুযায়ী আজ গত ছয় মাসের ব্যাংকের আর্থিক বিবরণী তৈরি করবেন ব্যাংকাররা। গতকালও রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যাংকাররা কাজ করেছেন। এজন্য প্রতি বছর ১লা জুলাই ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
ব্যাংক হলিডের কারণে ব্যাংকের সকল লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকার কারণেই দেশের উভয় স্টক এক্সচেঞ্জের শেয়ার লেনদেন বন্ধ রাখা হচ্ছে।
শেয়ার লেনদেন বন্ধ থাকলেও উভয় স্টক এক্সচেঞ্জের অভ্যন্তরীণ কাজ চালু থাকবে। আগামীকাল (মঙ্গলবার) থেকে যথারীতি পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।
উল্লেখ্য, সরকারি আর্থিক বছরের হিসাব শেষ, নতুন আর্থিক বছরের প্রথম দিন (১ জুলাই) ব্যাংক হলিডে পালন করা হয়। ওইদিন দেশের সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকে।