Print Date & Time : 15 September 2025 Monday 7:03 pm

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ জুনাইদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাইন পশ্চিম পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দীন চৌধুরী বলেন, আমার এলাকায় জুনাইদ নামের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনাইদ আমার ওয়ার্ডের বাসিন্দা মাওলানা শোয়াইবের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় পুকুরে পড়ে যায় জুনাইদ। পরে লোকজনের চিৎকারে বাবা এসে জুনাইদকে পানি থেকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মামুনুর রশীদ বলেন, হাসপাতালে আনার পর আমি নিজেই শিশুটিকে দেখি। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করি।