শেয়ার বিজ ডেস্ক: ১৫ বছর বা তার বেশি পুরোনো গাড়ির নিবন্ধন ফি আরও বাড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গসহ সব রাজ্য সরকার। খবর: আনন্দবাজার।
দেশটির রাজধানী দিল্লিতে পেট্রল ও ডিজেলচালিত গাড়ির বয়স ১০ বছর পেরোলে নিবন্ধন বাতিল করা ও ১৫ বছর পর গাড়িটিকে বাতিল করার নিয়ম চালু রয়েছে।
সেই একই পথে হাঁটল পশ্চিমবঙ্গও। পুরোনো গাড়ি বাতিল করতে না পারলে খেসারত দিতে হবে মালিকদের। ১৫ বছরের পুরোনো গাড়ি নতুন করে নথিভুক্ত করাতে চাইলে আগামী এপ্রিল থেকে আটগুণ বেশি দাম দিতে হবে। গাড়ির নিবন্ধন সংক্রান্ত এ নিয়ম আগামী মাস থেকে চালু হতে চলেছে ভারতের সব রাজ্যে।
আগামী ১ এপ্রিল থেকে ১৫ বছর বা তার বেশি দিনের পুরোনো গাড়ির নথিভুক্তির খরচ হবে পাঁচ হাজার রুপি। যেখানে ১৫ বছরের নিচে একটি গাড়ির নথিভুক্তির জন্য খরচ পড়ে ৬০০ রুপি। এ ছাড়া খরচ বেড়েছে দুই চাকার গাড়ির নথিভুক্তিতেও। গাড়ির বয়স ১৫ বছরের কম হলে ৩০০ টাকা, বেশি হলে এক হাজার টাকা। প্রায় তিন গুণ বেড়েছে বিদেশি গাড়ির নিবন্ধন খরচ। ১৫ বছরের পুরোনো বিদেশি গাড়ির জন্য ৪০ হাজার, কম পুরোনো হলে ১৫ হাজার রুপি।
নতুন নিয়মে ১৫ বছরের বেশি পুরোনো গাড়িকে পাঁচ বছর অন্তর নতুন করে নথিভুক্ত করার নির্দেশও দেয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, নিবন্ধন করতে দেরি হলে ব্যক্তিগত গাড়িতে প্রতি মাসে ৩০০ ও বাণিজ্যিক গাড়িতে প্রতি মাসে ৫০০ রুপি জরিমানা করা হবে।
নতুন নিয়ম দিল্লি ও তৎসংলগ্ন এলাকার ক্ষেত্রে খাটবে না। কারণ এসব এলাকায় আগেই ১০ বছরের বেশি পুরনো গাড়ির নিবন্ধন বাতিল ও ১৫ বছরের বেশি হলে গাড়িটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে
দেশটির কেন্দ্রীয় সড়কপথ ও সড়ক পরিবহণ মন্ত্রণালয়। প্রসঙ্গত, দিল্লি ও সংলগ্ন এলাকা নিয়ে বর্তমানে এক কোটি ২০ লাখ গাড়ি বাতিল হতে পারে। এর আগে গত বছর এমন পুরোনো গাড়ি যাতে রাস্তায় না চলে সেজন্য উদ্যোগ নিয়েছিল মন্ত্রণালয়। পুরোনো কোনো গাড়ি যদি ফিটনেস ও দূষণের পরীক্ষায় পাস না করতে পারে তবে সেগুলোকে বাতিল করা বাধ্যতামূলক করা হচ্ছে।