ওপেন হাউজ ডে

পুলিশের কাছে অভিযোগ সাধারণ মানুষের

প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠি সদর থানায় পালিত হয়েছে ওপেন হাউজ ডে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে থানা প্রাঙ্গণে এ আয়োজন করে সদর থানা কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল হাই নিজামী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমনসহ নানা বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানান।

পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের দায়িত্ব নয়, এতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের পাশাপাশি জনসাধারণের তথ্য ও সহযোগিতা প্রয়োজন।

সাধারণ মানুষের অভিযোগ শোনার পাশাপাশি পুলিশ সুপার অপরাধ দমনে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান।