Print Date & Time : 28 July 2025 Monday 12:50 am

পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ প্রিয়াঙ্কার

শেয়ার বিজ ডেস্ক: ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আরএস দারাপুরির বাড়িতে যাওয়ার সময় লক্ষৌয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে তাকে হেনস্তা করার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হন ৭৬ বছরের দারাপুরি। তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এভাবে হেনস্তার শিকার হন প্রিয়াঙ্কা। খবর: আনন্দবাজার, এনডিটিভি।

সংবাদ সংস্থা পিটিআই’কে তিনি জানান, দলীয় সমর্থকদের নিয়ে দারাপুরির বাড়ির উদ্দেশে যাওয়ার সময় তার গাড়িবহরকে আটকায় লক্ষেèৗ পুলিশ। এরপর মহিলা পুলিশকর্মীরা তাকে ঘিরে ধরেন। তাদের মধ্যে একজন তাকে ধাক্কা মেরে ফেলে দেন বলেও দাবি করেন প্রিয়াঙ্কা। অন্য একজন মহিলা পুলিশকর্মী তার গলা টিপে ধরেন বলেও অভিযোগ করেন তিনি।

ওই ঘটনার পর এক সমর্থকের স্কুটারে চেপে ফের দারাপুরির বাড়ির উদ্দেশে রওনা হন প্রিয়াঙ্কা। কিন্তু দুই কিলোমিটারের মধ্যে ফের তার পথ আটকায় পুলিশ। শেষে হেঁটে দারাপুরির বাড়িতে পৌঁছান তিনি। রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতে এমন ঘটনা ঘটানো হয়েছে বলেই অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী।

তবে প্রিয়াঙ্কার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ওই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রোটোকল) লেখা চিঠিতে সার্কেল অফিসার মডার্ন কন্ট্রোল রুম অর্চনা সিংহ বলেন, ‘বেশ কয়েকটি বিষয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। নিষ্ঠার সঙ্গে আমি আমার কর্তব্য পালন করেছি।’

রাজ্য সরকারের মুখপাত্র শলভ মানি ত্রিপাঠী এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, ‘রাজনীতির স্বার্থে মহিলা পুলিশকে বলির পাঁঠা বানাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। পরিবারের সদস্যের মৃত্যু হওয়া সত্ত্বেও নিজের কর্তব্য পালন করেছেন তিনি। এ ধরনের মিথ্যা অভিযোগে ব্যথিত তিনি।’

এদিকে ভারতের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাখভি জানান, মীরাটের ঘটনার ভিডিওতে উত্তরপ্রদেশের যে পুলিশকর্মীকে সাম্প্রদায়িক বলে মন্তব্য করতে দেখা গেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত শুক্রবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশ সুপারিনটেনডেন্ট অখিলেশ নারায়ণ সিংহকে দুই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘পাকিস্তানে চলে যাও।’ সংবাদ সংস্থা এএনআই’কে মুখতার আব্বাস নাখভি বলেন, ‘ভিডিওতে যা শোনা গেছে, যদি সত্যিই সেই মন্তব্য তিনি করে থাকেন, তাহলে তা নিন্দনীয়। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’