শোবিজ ডেস্ক: নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন ভয়েজ খ্যাত গায়িকা বেলী আফরোজ। গানটির ভিডিওতে এ গায়িকাকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। এ গানের গল্পনির্ভর ভিডিওর কাজ সম্প্রতি শেষ হয়েছে। ‘সুখ পাখি’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন জুলফিকার জনি। আর সংগীতায়োজনে ছিলেন সুমন কল্যাণ। গানটির ভিডিওটি নির্মাণ করেছেন জুয়েল রানা। এ গানটি প্রসঙ্গে বেলি আফরোজ বলেন, বেশ সুন্দর কথা-সুরের একটি গান। তার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিওটি করা হয়েছে। ভিডিওটির গল্প বেশ আলাদা। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদের ভালো লাগবে এ গানটি। শিগগির আমার নিজের ইউটিউব চ্যানেলে ‘সুখ পাখি’ শিরোনামের এ গানটি প্রকাশ করব।
