Print Date & Time : 20 August 2025 Wednesday 9:17 pm

পুলিশের সাবেক ডিসি জসিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

শেয়ার বিজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা-গণহত্যা ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউট মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে জুলাই গণহত্যার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি প্রহরায় তাকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।