পুষ্টি ঘাটতি পূরণে ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল ফিডিং কার্যক্রম

প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুষ্টি ঘাটতি পূরণে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ মার্চ) দুপুরে উপজেলার ফুলছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের আয়োজিত স্কুল ফিডিং  কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, ফুলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি দেব, উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ বিকাশ রঞ্জন দেব, সাংবাদিক রুপম আচার্য্য, সহকারি শিক্ষক জয়শ্রী বুন, নাজমা আক্তার, মোছা. রশিদা বেগম, তমালিকা পাল তমা প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।