Print Date & Time : 8 July 2025 Tuesday 2:44 am

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, ২৫ লাখ রুপি দিচ্ছেন অর্জুন

শেয়ার বিজ ডেস্ক: “আমি তাদের আশ্বস্ত করতে চাই যে এই যন্ত্রণাকাতর সময় তারা একা পার করছেন না। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দেখা করব এবং পরিবারটি আমাকে সব সময় পাশে পাবে।’’

‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো দেখতে গিয়ে পদদলিত হয়ে নিহত নারীর পরিবারকে ২৫ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার নায়ক আল্লু অর্জুন।

ডিএনএ লিখেছে, সেই সঙ্গে নিহত নারী রেবতীর ছেলে শ্রীতেজের চিকিৎসার ব্যয়ভারও বহন করার কথা বলেছেন তিনি।

এক্সে এক ভিডিও পোস্টে অর্জুন বলেছেন, যা ঘটেছে তাতে তিনি ‘শোকাহত’।

বিপর্যস্ত পরিবারটির সব ধরনের বিপদে পাশে থাকার আশ্বাস দিয়ে অর্জুন বলেন, “সন্ধ্যা থিয়েটারের ওই ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। এই কঠিন সময়ে শোকার্ত পরিবারটির প্রতি সমবেদনা জানাই। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে এই যন্ত্রণাকাতর সময় তারা একা পার করছেন না। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দেখা করব এবং পরিবারটি আমাকে সব সময় পাশে পাবে।”

গত বুধবার ভারতের হায়দ্রাবাদে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার চলাকালী নায়ক আল্লু অর্জুন হঠাৎ করে সন্ধ্যা থিয়েটারে হাজির হন তার অনুরাগীদের দেখা দিতে। সঙ্গে ছিল নায়কের নিরাপত্তা টিমও।

ওই সময় অর্জুনকে সামনাসামনি এক নজর দেখতে দর্শকদের মধ্যে হুড়োগুড়ি পড়ে যায়, বাইরে থেকেও নায়কের সঙ্গে দর্শকরা ভেতরে ঢুকতে চেষ্টা করে। তখন ওই ভিড়ে পদদলিত হয়ে মারা যান ৩২ বছরের রেবতী। তিনি ওই থিয়েটারে গিয়েছিলেন তার ৯ বছরের ছেলে শ্রীতেজকে সঙ্গে নিয়ে।

হায়দ্রাবাদের পুলিশ কর্মকর্তা আক্ষাংশ যাদব বলেন, “ভিড়ের মধ্যে আল্লু অর্জুনের নিরাপত্তা রক্ষীরা ভক্তদের সরানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই বিশৃঙ্খলার কারণে রেবতী মারা যান, আহত অবস্থায় তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়।”

যে মামলায় ফাঁসলেন আল্লু

পুলিশ জানিয়েছে ‘অতিরিক্ত ভিড়ে’ দম বন্ধ হয়ে গিয়েছিল শ্রীতেজের, ওই সময় সে জ্ঞানও হারিয়ে ফেলেছিল।

এই ঘটনায় রেবতীর পরিবার অর্জুনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। পাশাপাশি তার নিরাপত্তা দল এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, অর্জুন কোনো আগাম খবর না দিয়ে সন্ধ্যা থিয়েটারে প্রবেশ করেন। এছাড়া ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেয়নি।

পুলিশও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বলেছে, অর্জুনের মত বড় তারকার নিরাপত্তা বা ভিড় নিয়ন্ত্রণের জন্য কোনো বিশেষ ব্যবস্থা রাখেনি।

এক্সের ভিডিও পোস্টে অর্জুন তার ভক্তদের ‘সতর্ক’ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “গত দুই দশকে আমার প্রতিটি সিনেমা মুক্তির পর প্রেক্ষাগৃহে গিয়েছি।কিন্তু এবার যা ঘটেছে, এমন কখনো হয়নি।

“আমরা সিনেমা করি সবার বিনোদনের জন্য।কিন্তু সেই বিনোদন ঘিরে যা হল তা বলার ভাষা নেই।”

এদিকে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ধরে রেখেছে অর্জুন ও রাশমিকা মানদানা অভিনীত এই সিনেমাটি।

মুক্তির প্রথম দিনেই প্রায় ১৬০ কোটি টাকা রোজগার করেছে সিনেমাটি।