Print Date & Time : 31 August 2025 Sunday 7:59 am

পূজামণ্ডপে হামলা বিশেষ মহলের চক্রান্ত: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘এটা বিশেষ মহলের চক্রান্ত।’ এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও প্রত্যাশা করেন জাতীয় পার্টির এই শীর্ষ নেতা।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টির ঢাকা দক্ষিণ আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘এর (হামলা) পেছনে কী আছে জানি না। তবে আমাদের দেশের মঙ্গলের জন্য হচ্ছে না এটা জানি। বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে নিন্দা জানানো হচ্ছে। আমাদের ইতিবাচক ভাবমূর্তি ছিল তা নেতিবাচক করার চেষ্টা চালানো হচ্ছে। যারা এটা করছে তারা দেশের শত্রু। তারা আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়।’

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, আমার এত বয়স হয়েছে, আমি কখনও দুর্গাপূজায় কোনোরকম কোনও সমস্যা দেখি নাই। আমাদের দেশে একইসঙ্গে পূজাও হয়, আবার মসজিদে নামাজ হয়। সেখানে আমরা দেখলাম একটি বিশেষ মহলের যড়যন্ত্র। এখন পর্যন্ত আশা করছি এই জিনিসটা এখানে নিষ্পত্তি হয়েছে। এটা আর বাড়বে না।

ইসলাম ধর্ম ও সংবিধান নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্য ‘এই সময়ে আগুনে উসকে দেওয়ার’ মতো বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘কিছু মানুষ ধরাকে সরা জ্ঞান করেন। আল্লাহ ক্ষমা করবেন না।’

সমাবেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।