Print Date & Time : 29 August 2025 Friday 3:13 pm

পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের কচুয়ায় জমিজমা ও স্থানীয় আধিপত্য সংক্রান্ত বিরোধের জেরে মো. মোজাহার মোল্লা (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আলিপুর গ্রামের প্রয়াত জোনাব আলী মোল্লার ছেলে মোজাহার মোল্লা (৫৫)।

স্থানীয়রা জানান, জমিজমা স্থানীয় আধিপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে মোল্লা ও শেখ বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিপক্ষরা মোজাহারকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর আহত করেন। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।