পেঁয়াজের দাম কমলেও বেড়েছে ডিমের দাম, স্বস্তি নেই সবজিতেও

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ আর মুরগির দাম কিছুটা কমেছে। তবে বেড়েছে ডিমের দাম। আর বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৬৫ টাকা।

পেঁয়াজের দাম কমার বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী বাতেন বলেন,  ভারত থেকে পেঁয়াজ কম আসায় দাম কিছুটা বেড়ে গিয়েছিল। তবে  এখন বাজারে পেঁয়াজের অভাব নেই। দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আছে। এ কারণে এখন পেঁয়াজের দাম কমছে।

অন্যদিকে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা কেজিতে। যা গত সপ্তাহে ছিল ১৮৫ থেকে ১৯০ টাকা।

অপরিবর্তিত রয়েছে পাকিস্তানি কক বা সোনালি মুরগি এবং লাল লেয়ার মুরগির দাম। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা। আর লাল লেয়ার মুরগির বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়।

ব্রয়লার মুরগির দাম কমার বিষয়ে হাতিরপুল বাজারের ব্যবসায়ী কবীর মিয়া বলেন, মাঝখানে বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ কম ছিলো। এখন আবার বাড়ছে। এ কারণে দামও কমতে শুরু করেছে। সামনে ব্রয়লার মুরগির দাম আরও কমবে।

এদিকে আরও বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহে ১১০ টাকা ডজন বিক্রি হলে শুক্রবার ডিম বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকায়।

হঠাৎ ডিমের দাম বাড়ার বিষয়ে মিরপুর শাহ আলী বাজারের ব্যবসায়ী আলমগীর বলেন,  মুরগির দাম বেশি হওয়ায় ডিমের চাহিদা কিছুটা বেড়েছে। এ কারণে ডাম বাড়ছে।

সবজির বাজারে মানভেদে এক কেজি গাজর ১০০ থেকে ১৬০ টাকা বিক্রি হচ্ছে। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা। এ দুই সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজিও। শীতের আগাম সবজি শিম গত সপ্তাহের মতো কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। ঝিঙা কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ছোট ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।

করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, পটলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়শের কেজি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে, বরবটির কেজি পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

এছাড়া কাঁচা কলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাল শাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, মুলা শাকের আঁটি ১০ থেকে ১০ টাকা, কলমি শাকের আঁটি ৫ থেকে ১০ টাকা বিক্রি হচ্ছে।

বাড্ডা বাজারের ব্যবসায়ী কালাম  বলেন, শীতের সবজি পুরোপুরি বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম।