Print Date & Time : 6 July 2025 Sunday 3:30 am

পেইজ পরিচালকের পরিচয় যাচাইয়ে ফেসবুক

শেয়ার বিজ ডেস্ক: জনপ্রিয় বিভিন্ন পেইজের পরিচালনাকারী ব্যক্তিদের পরিচয় ও তথ্য যাচাই করা হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ভুয়া সংবাদ ছড়ানো ও অসত্য প্রচার বন্ধের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এ পরিচয় যাচাই করা হচ্ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর অন্তত ২৭ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্যের অপব্যবহার হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। খবর বিবিসি, রয়টার্স।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, জনপ্রিয় পেইজ বা পাতাগুলো যাচাই করে দেখতে হবে। এ পাতাগুলো চালানোর ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, সেটা যাচাই করে দেখা হবে। এতে দেখা হবে পেইজ পরিচালনায় কেউ আসল পরিচয় গোপন করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন কি না। ফেসবুকে রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের প্রস্তাবকে সমর্থন করছেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে জাকারবার্গ জানান, ফেসবুকে সার্চ বক্সে ই-মেইল ঠিকানা বা ফোন নম্বর দিয়ে কোনো ব্যবহারকারীকে খোঁজার যে ফিচার রয়েছে, কিছু লোক তার অপব্যবহার করছে বলে তারা জানতে পেরেছেন। এটি বন্ধ রাখার কথাও তিনি জানিয়েছেন।

তবে বিভিন্ন পদক্ষেপ আস্থা কতটা ফিরিয়ে আনতে পারছে তা নিয়ে বিশ্লেষকরা এখনও সন্দেহ প্রকাশ করছেন। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর অন্তত ২৭ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা অপব্যবহার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইইউ’র একজন মুখপাত্র।

ইউরোপিয়ান কমিশন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। গত ১০ দিনে প্রতিষ্ঠানটি প্রায় ১০০ বিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে বলেও জানানো হয়েছে।