Print Date & Time : 28 August 2025 Thursday 6:08 pm

পেকুয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়া উপজেলায় স্বামী আবদু শুক্কুরের হাতে মর্তুজা বেগম (৩৫) নামের এক গৃহবধু খুন হয়েছে। স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে রাজাখালী দশের ঘোনা নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মা জোহরা বেগম জানান- তার মেয়ের জামাই আব্দু শুক্কুরের সাথে ওই এলাকার দুই তিন জন মহিলার খারাপ সম্পর্ক রয়েছে। তাতে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কন্যা মর্তুজা বেগমকে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন- গভীর রাতে আবদু শুক্কুরের বাড়ি থেকে চিৎকার শুনে সেখানে যায়। তখন বাড়িতে মর্তুজা বেগমের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাজউদ্দীন জানান- খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।