Print Date & Time : 28 August 2025 Thursday 10:11 am

পেট্রোবাংলায় ‘দুর্নীতি প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের সুশাসন ও অর্থনৈতিক অগ্রগতি প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানীগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পেট্রোবাংলার ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার কর্মপরিকল্পনার আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

কর্মশালায় ‍প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মাহবুব হোসেন। পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসানের সভাপতিত্ত্বে কর্মশালায় আলোচক ছিলেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম বেনজামিন রিয়াজী, পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) আলী মো. আল-মামুন, পরিচালক (পরিকল্পনা) প্রকৌশলী আলী ইকবাল মো. নুরুল্লাহ প্রমুখ।

কর্মশালাটি সঞ্চালনা করেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন। কর্মশালায় পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানীগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা এবং কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৬৯ জন অংশগ্রহণ করেন।